প্রতি কেজি কোকোপিট ১৫ লিটার পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। অন্য যেকোনো পরিমান কোকোপিট একবারে নিলে আনুপাত মেনে পানিতে ভেজাতে হবে। (৫ কেজির ক্ষেত্রে ৭৫ লিটার পানিতে ভেজাতে হবে)। ভেজানো কোকোপিট পানি থেকে চিপে চিপে উঠয়ে নিন / পানি ঝরিয়ে নিন। অবশিষ্ট কোকোপিট কাপড় অথবা ছোট নেট দিয়ে ছেকে নিতে হবে। কোকোপিটের মাঝে লবন থাকে যেটাকে ইলেক্ট্রিক কন্ডাক্টিভিটি দ্বারা পরিমাপ করা হয়। পানি দিয়ে ধুয়ে নিলে ইলেক্ট্রিক কন্ডাক্টিভিটি কমে যায়। কোকোপিট ব্যাবহার উপযোগী হয়। এরপর কোকোপিট আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
টবে বা বেডে কোকোপিট দিয়ে গাছ লাগানোর নিয়ম-
প্রথমে একটি গামলা বা প্লাস্টিকের পত্রের মধ্যে ঝুরঝুরে হয়ে যাওয়া কোকোপিট নিন। গামলা বা প্লাস্টিক পাত্রে ৫০% কোকোপিট এবং ৫০% ভাল মানের ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন। চাইলে মাটিও মিশাতে পারেন। মেশানো হয়ে গেলে মিশ্রণটি দিয়ে টব বা বেড রেডি করে চার রোপণ করে দিন।
বড় ড্রামে কোকোপিট দিয়ে গাছ লাগানোর নিয়ম-
প্রথমে বড় ড্রামে ঝুরঝুরে ভেজা কোকোপিট নিন ৫০% + ভালো মানের ভার্মিকম্পোস্ট ৩০% + ২০% ভাল মানের মাটি নিন। ভালভাবে মিশিয়ে মিশ্রণটি দিয়ে পছন্দের ড্রামে গাছের চারা রোপণ করুন।
Reviews
There are no reviews yet.